নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: রাতভর বৃষ্টি। সকালেও থামার কোন লক্ষণ নেই। বৃষ্টির ফলে রাজধানীর কোথাও কোথাও দেখা দিয়েছে জলজট। এতে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মস্থলে ছুটে চলা মানুষেরা। পথে পথে নাকাল হচ্ছেন তারা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘আজ দিনভর আকাশ মেঘলা থাকবে, থেমে থেমে হবে বৃষ্টি। রাজধানীতে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল মঙ্গলবার দুপুরের পর।’
রাজধানীতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সোমবার দুপুর ২টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে জাওয়াদ দুর্বল হয়ে ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে তা নিম্নচাপে পরিণত হয়ে রোববার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ছিল।
আরো পড়ুন: