প্রচ্ছদ

মঙ্গলগ্রহে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: মঙ্গল গ্রহের গিরিখাতে (গ্র্যান্ড ক্যানিয়ন) ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পানির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা।

মঙ্গলকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির সন্ধান খোঁজ পেয়েছেন তারা। খবর সিএনএনের।

২০১৬ সালে ইউরোপিয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন। এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনেরিস’-এ পানির অস্তিত্ব শনাক্ত হলো।

মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’-এর চেয়ে ১০ গুণ দীর্ঘ, ৫ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, মঙ্গলের ওই গিরিখাতের পৃষ্ঠতলে পানি রয়েছে। ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’-এর ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে এ পানি শনাক্ত হয়েছে। এ ডিটেক্টর মঙ্গল পৃষ্ঠের ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলে বেশিরভাগ পানি গ্রহটির মেরু অঞ্চলে বরফ আকারে রয়েছে। ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত গ্রহটির বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত, যেখানকার তাপমাত্রা সাধারণত পানি বরফ আকারে থাকার মতো যথেষ্ট ঠাণ্ডা নয়।

২০১৮ সালের মে থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’-এর সাহায্যে এ পর্যবেক্ষণ করা হয়। গত বুধবার ইকারাস জার্নালে নতুন এই আবিষ্কারের বিস্তারিত প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন:

এবার মক্কার হাজরে আসওয়াদ স্পর্শ করা যাবে ভার্চুয়ালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *