ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।
বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার (৫ ডিসেম্বর) থেকে নাইজেরিয়াকে রেড লিস্টে আনা হবে। যেসব দেশ রেড লিস্টে আছে সেসব দেশের ভ্রমণকারীদের যুক্তরাজ্যে প্রবেশ করলে অবশ্যই যে কোনো একটি হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পরই সরকার নতুন বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য এবং সামাজিক কল্যান দপ্তর জানিয়েছে, গত কয়েকদিনে নাইজেরিয়া সফর করা ২১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
সাজিদ জাভিদ আরও বলেন, সংক্রমণ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার পর সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়।
তিনি লোকজনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যে নতুন করে আরও ২৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি কেসই ইংল্যান্ডে। ওমিক্রনে আক্রান্ত বাকি একজন স্কটল্যান্ডে।
এখন পর্যন্ত ইংল্যান্ডে ১২৯ জন, স্কটল্যান্ডে ৩০ জন, ওয়েলসে একজন ওমিক্রনে আক্রান্ত হওয়ায় যুক্তরাজ্যে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৬০য়ে দাঁড়িয়েছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ হাল নাগাদ করা হবে বলে জানিয়েছে স্কটিশ এবং ওয়েলস সরকার।
আরো পড়ুন: