আইন আদালতজাতীয়সর্বশেষ

ভ্যাট প্রত্যাহার হচ্ছে ভোজ্যতেল উৎপাদন ও আমদানিতে

ভ্যাট প্রত্যাহার হচ্ছে ভোজ্যতেল উৎপাদন ও আমদানিতে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভ্যাট প্রত্যাহার হচ্ছে ভোজ্যতেল উৎপাদন ও আমদানিতে।ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে। একইসঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এর আগে একইদিনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি পর্যায়ে সব ভোগ্যপণ্যের সর্বনিম্ন কর ধার্য করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *