জাতীয়

ভ্যাকসিন নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাগ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। ক্রমেই বাড়ছে। বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ২ লাখ ৫৭৪ জন।
তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ২১৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে গণটিকাসহ সর্বমোট টিকা নিয়েছেন আরও ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৭৯৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন।
প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৬৯৩ জন ও নারী এক লাখ ৪৭ হাজার ১০১ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৪ লাখ ৫৬ হাজার ৩৮৪ জন এবং নারী ৩ লাখ ৯৬ হাজার ৯৮৯ জন।
চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের এস্ট্রাজেনেকা টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ জন‌।তাদের মধ্যে প্রথম ডোজের টাকা নিয়েছেন ২ কোটি ১৪ লাখ ২ হাজার ৮৫৯ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *