আইন আদালত

ভেজাল মসলা-চানাচুর তৈরি : ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন করায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার চান্দিনা উপজেলার রহমান ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টসকে এ জরিমানা করে।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা এই অভিযান পরিচালনা করেন। অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, অননুমোদিতভাবে প্যাকেজিং ও বাজারজাতের দায়ে প্রতিষ্ঠান মালিক মো. রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলার গুঁড়া, চানাচুর, সয়া সস, আপেল জেলি, গ্লুক্লোজ-ডি, মটর ভাজা, ডাল ভাজা, বাদাম ভাজা, চাটনিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে নোভা ব্র্যান্ড হিসেবে অননুমোদিতভাবে প্যাকেজিং করে তা বাজারজাত করে আসছিল।

র‌্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত বিরোধী র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *