প্রচ্ছদ

চাঁপাইনবাবগঞ্জে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সম্প্রীতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জোহরপুরে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ ৩১টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সম্প্রীতি বাংলাদেশ।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতি বাংলাদেশ-এর পক্ষ থেকে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গত ১৪ নভেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে হঠাৎ ভূমিধ্বস শুরু হলে এলাকার প্রায় ৩১টি বসতবাড়ি মাটির নিচে ধ্বসে পড়ে।

সম্প্রীতি বাংলাদেশ-এর পক্ষ থেকে এ সময় কুনাল মুখার্জী ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এর সাবেক যুগ্ম পরিচালক ডা. তরিৎ কুমার সাহা-সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান তারা। এর আগে তারা ক্ষতিগ্রস্থ এলাকাটি ঘুরে দেখেন।

আরো পড়ুন:

সম্প্রীতি বাংলাদেশ বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *