ঢাকা, বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। আর উৎপত্তিস্থল মিয়ানমার। ঢাকা থেকে ভূকম্পনের দূরত্ব ৪৭৭ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে ছিল। তবে, ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমার হওয়ায় চট্টগ্রামের দিকে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।