প্রচ্ছদ

ভিসা পদ্ধতিতে পরিবর্তন আনছে আমিরাত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ৫০ বছরের মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্রম বাজারে প্রতিযোগিতা, দক্ষতার বিকাশ এবং বিদেশি শ্রমিকদের নিরাপত্তার জন্য ওয়ার্ক পারমিটের ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক পরিবর্তন আনছে সংযুক্ত আরব আমিরাত।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে বিদেশি শ্রমিকদের মধ্যে কেউ চাকরি হারালে বা অব্যাহতি নিলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট কিংবা দেশ ত্যাগের বিধান থাকলেও সংস্কারকৃত আইনে সময়সীমা ৯০ থেকে ১৮০ দিনে উন্নীত করা হচ্ছে।

দেশটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘প্রজেক্টস অব দ্য ফিফটি’ এর অংশ হিসেবে এই পরিবর্তন আনতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে এন্ট্রি এবং রেসিডেন্সি সিস্টেমের পুনর্গঠন, কর্মী, বিনিয়োগ, উদ্যোক্তা, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ গন্তব্য হিসেবে অবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে আধুনিকায়ন করা হচ্ছে।

দেশটির ভিসা পদ্ধতিতে উল্লেখযোগ্য যেসব পরিবর্তন আনা হচ্ছে:

বাণিজ্যিক ভ্রমণের অনুমতি ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাসে উন্নীত। পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পন্সর। মানবিক ক্ষেত্রে রেসিডেন্সি ১ বছর বৃদ্ধি। পিতামাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পন্সরে বয়স ১৮ বছর থেকে ২৫ বছরে উন্নীত। চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড ৯০ থেকে সর্বোচ্চ ১৮০ দিনে উন্নীত।

এছাড়াও দেশটিতে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর জন্য আগামী নয় বছরের মধ্যে ১৫০ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য ৫০টি নতুন অর্থনৈতিক উদ্যোগ চালু করার পরিকল্পনা করেছে। যা দেশটিকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আরেকবার পরিচিত করে তুলবে।

আরো পড়ুন:

সৌদি আরবে বৈধতা পাচ্ছে বাংলাদেশিদের ব্যবসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *