ডেস্ক প্রতিবেদক, ধূমকেতু বাংলা: যুক্তরাষ্ট্রে কিছু অ-অভিবাসী ভিসা আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে না। আগামী শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে এই নীতি কার্যকর হতে যাচ্ছে।
অর্থাৎ এসব ভিসা আবেদনকারীকে শারীরিকভাবে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে মার্কিন নীতিতে পরিবর্তন আনা হয়েছে। সশরীরে উপস্থিত না হয়েও তারা সাক্ষাৎকার দিতে পারবেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে ভিসা পেতে অপেক্ষার সময় কমে আসবে। কারণ কোনো কোনো স্থানে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ পেতে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, করোনা মহামারির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্রক্রিয়ার সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যখন বৈশ্বিক ভ্রমণ ফের শুরু হয়েছে, তখন ভিসা-অপেক্ষার সময় যথাযথভাবে কমিয়ে আনতে আমরা বেশ কিছু অস্থায়ী পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
শুক্রবার থেকে মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের অস্থায়ী ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা প্রায় এক ডজনেরও বেশি ভিসা ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।
ছাড় দেওয়া ক্যাটাগরির মধ্যে রয়েছে, পারসন ইন স্পেশিয়ালিটি অকুপেশনস (এইচ-১বি ভিসা), শিক্ষার্থী ভিসা, কৃষি ও অকৃষিতে অস্থায়ী কর্মী, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর, ক্রীড়াবিদ, শিল্পী ও বিনোদনকর্মী।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন অর্থনীতিতে অস্থায়ী ওয়ার্কভিসাধারীদের ইতিবাচক প্রভাবকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এছাড়া অ-অভিবাসীদের ভ্রমণ সহজ করতে ও ভিসা-অপেক্ষা সময় কমিয়ে আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
আরো পড়ুন:
সম্মত দুই দেশ, দ্রুতই শুরু হবে ঢাকা-টরন্টো ফ্লাইট