তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

ভিভো এখন চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক, ধূমকেতু বাংলা: চলতি বছর তৃতীয় প্রান্তিকে এসেও চীনে শীর্ষস্থানে আছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো (Vivo)। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে শীর্ষ চারে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ ভিভো (Vivo) এর দখলে এবং বছরে প্রবৃদ্ধি ২১ শতাংশ।

চীনের বাজারে ভিভো’র পরে দ্বিতীয় স্থানে আছে অপো। এদিকে আন্তর্জাতিক বাজারেও অপোকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে আছে ভিভো। স্মার্টফোনের আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো চতুর্থ অবস্থানে এসেছে প্রতিষ্ঠানটি।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ভিভো (Vivo)। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বে ৫০টিরও বেশি দেশ এবং এলাকায় ভিভো’র সেলস সেন্টার আছে। আর বিশ্বজুড়ে ইতিমধ্যে ৪০ কোটিরও বেশি মানুষ ভিভো স্মার্টফোন ব্যবহার করে।

বাংলাদেশে ভিভোর ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো বেশি জনপ্রিয়। এর মধ্যে চলতি বছর বাংলাদেশে এসেছে ভিভোর সর্বাধিক আলোচিত এক্স৭০ প্রো ৫জি স্মার্টফোন। স্মার্টফোনটির ক্যামেরা প্রযুক্তি নজর কেড়েছে পেশাদার ফটো ও সিনেমাটোগ্রাফারদের। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের সমন্বয়ে স্মার্টফোনটির ক্যামেরায় ব্যবহৃত অপটিক্যাল প্রযুক্তি ছবি ও ভিডিও ধারণকে করেছে দুর্দান্ত; যা বদলে দিচ্ছে স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির ধারণা। এরই মধ্যে বাংলাদেশে স্মার্টফোনটি দিয়ে নির্মিত হয়েছে একটি চমৎকার শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান।’

আরো পড়ুন:

Google ম্যাপে যেভাবে লোকেশন যোগ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *