আন্তর্জাতিকতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসর্বশেষ

ভিন্নধর্মী এক চালবিহীন গাড়ি আনছে অ্যাপল ব্র্যান্ড

ভিন্নধর্মী এক চালবিহীন গাড়ি আনছে অ্যাপল ব্র্যান্ড

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল আর অবশেষে সব জল্পনা সত্যি করে ভিন্নধর্মী এক চালবিহীন গাড়ি আনছে অ্যাপল ব্র্যান্ড। নিজেদের তৈরি গাড়ির পেটেন্ট চেয়ে আবেদন করল তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপেল। পেটেন্ট বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে এই গাড়ি, প্রয়োজন পড়বে না চালকের।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এই গাড়িতে। থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এই সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি। পাশাপাশি পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুতচালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি।

তবে প্রস্তাবিত নকশা বলছে, গাড়িতে থাকছে না কোনও জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রীরা। জানলা না থাকার বিষয়টি খুব একটা পছন্দ হয়নি নেটাগরিকদের একাংশের। যদিও অ্যাপল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের সমস্যা কমাতেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত ইলন মাস্কের সংস্থা টেসলাও একই ধরনের গাড়ি আনার চেষ্টা করছে বাজারে। শেষ পর্যন্ত অত্যাধুনিক গাড়ি তৈরির এই লড়াইতে কে জেতে সেটাই এখন দেখার।

সূত্র : আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *