সর্বশেষ

ভিকির বাহুডোরে ক্যাটরিনা বিয়ের এক মাস উদযাপন

ভিকির বাহুডোরে ক্যাটরিনা বিয়ের এক মাস উদযাপন

ভিকির বাহুডোরে ক্যাটরিনা বিয়ের এক মাস উদযাপন আর দিনটি উদযাপনের ছবি শেয়ার করলেন ক্যাটরিনা।

বিয়ের এক মাস পূর্ণ হল বহুল আলোচিত জুটি ক্যাট-ভিকির। আর দিনটি উদযাপনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। রোববার সকালেই দুজনের ভালবাসামাখা একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা এবং ক্যাপশনে লিখেছেন,’শুভ এক মাস আমার ভালোবাসা।’

ছবিতে দুজনেই ছিলেন একদম ঘরোয়া বেশ-ভুষায়। স্ত্রী ক্যাটরিনাকে বাহুডোরে আগলে রেখেছেন ভিকি।দম্পতির মুখে মিষ্টি একটা হাসি। ছবিতে ভালোবাসা এবং শুভেচ্ছার বন্যা।

৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে সেরেছিলেন বলিউডের এই আলোচিত জুটি। এরপর ১০ ডিসেম্বর সকালেই জয়পুর থেকে সোজা মধুচন্দ্রিমায় মলদ্বীপ উড়ে যান বলিউডের নবদম্পতি।

জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংসার পেতেছেন এই দম্পতি। প্রায় ৫ হাজার স্কোয়ার ফুটের আরবসাগরমুখী এই ফ্ল্যাট। বিয়ের পরপরই একটি সিনেমার ঘোষণাও দেন তিনি।পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে আসন্ন প্রোজেক্টে কাজ করছেন ক্যাটরিনা। একইসঙ্গে ‘সুপার ডিলাক্স’ অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে পেরে তার উচ্ছ্বাসের কথাও জানান ক্যাটরিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *