নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে শেষ মুহূর্তের রংতুলির ছোঁয়ায় আল্পনার কাজ।

হু হু বাতাসে মন উদাস করা সুর। আর শিমুল পলাশের আগুন ঝরা রঙ স্মরণ করিয়ে দেয় ছালাম বরকতের দ্রোহের রক্তকে। শেষ হয়েছে আলপনা, কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা । মধ্যরাত থেকেই জাতি শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি। তবে শনিবার (২০ ফেব্রুয়ারি) সারাদিন দেখা মিলেছে দর্শনার্থীদের। এদিকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার প্রস্তুতি পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পুরো এলাকায় স্পর্শকাতর স্থানগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য র‌্যাবের বোমা স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি দেশের সব শহীদ মিনারেও যথেষ্ট পরিমাণ র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *