প্রচ্ছদ

ভালুকের কাছাকাছি গিয়ে ছবি তোলায় কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে বেড়াতে গেছেন, স্মৃতি ধরে রাখতে সেখানকার পশুপাখির সঙ্গে ছবি তুলেছেন—এমন স্মৃতি অনেকেরই রয়েছে। অনেকের কাছেই এটা খুব স্বাভাবিক বিষয়। তবে মার্কিন এক নারী এমন কাজ করে বিপদে পড়েছেন। জেল–জরিমানা হয়েছে তাঁর। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, ছবি তুলতে গিয়ে ভালুকের খুবই কাছে চলে গিয়েছিলেন তিনি।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের। গত মে মাসে একদল পর্যটকের সঙ্গে ওই পার্কে বেড়াতে যান সামান্থা দেরিং নামের এক নারী। নিজের মতো করে ঘুরেছেন পার্কের বুনো পরিবেশে। ওই সময় ধূসর রঙের একটি ভালুক ছোট ছোট তিনটি শাবক নিয়ে ঘুরছিল। সামান্থা ভালুক পরিবারটির বেশ কাছে চলে যান। ছবি তোলেন। সেই ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতেই বাধে বিপত্তি। বুনো ভালুকের বেশ কাছে গিয়ে ছবি তোলার অভিযোগ ওঠে ২৫ বছর বয়সী সামান্থার বিরুদ্ধে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দোষ স্বীকার করেন সামান্থা। তবে এতে মন গলেনি বিচারকের। চার দিনের কারাদণ্ড হয়েছে তাঁর। একই সঙ্গে গুনতে হচ্ছে এক হাজার ডলার জরিমানা।

ভালুকের সঙ্গে ছবি তোলায় জেল–জরিমানা, বিষয়টি বিচিত্র বটে। তবে আদালত বলছেন, এটা মামুলি ঘটনা নয়। এর মধ্য দিয়ে আইন ভেঙেছেন সামান্থা। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিয়ম হলো ভালুক, নেকড়েসহ সেখানকার পশুপাখি থেকে অন্তত ৯০ মিটার দূরে থাকতে হবে দর্শনার্থীদের। কাছে ঘেঁষা যাবে না। এ নিয়ম ভাঙার কারণেই জেল–জরিমানা হয়েছে সামান্থার।

যুক্তরাষ্ট্রের উইমিং অঙ্গরাজ্যের ভারপ্রাপ্ত অ্যাটর্নি বব মুরে বলেন, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোনো চিড়িয়াখানা নয়। এখানে পশুপাখি খাঁচায় বন্দী থাকে না, বরং খোলামেলা পরিবেশে মুক্তভাবে বসবাস করে, চলাফেরা করে। নিরাপদ দূরত্বে থেকে দর্শনার্থীরা পার্কে ঘুরতে পারেন। এমন নিয়ম থাকার পরও সামান্থা ছবি তুলতে ভালুকের কাছাকাছি গিয়েছিলেন। তিনি বোকার মতো কাজ করেছেন।

আরো পড়ুন:

জেরুজালেমে ২৭০০ বছর আগের শৌচাগারের সন্ধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *