ভারত-পাকিস্তান সহ চার দলীয় সিরিজ

এবার ভারত-পাকিস্তান সহ চার দলীয় সিরিজ হবার সম্ভাবনা। আইসিসি আয়োজিত ইভেন্ট ছাড়া প্রায় ৯ বছর ধরে মাঠে পাক-ভারত দ্বিপাক্ষিক লড়াই নেই।

এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে সারা বছরই উন্মুখ হয়ে থাকেন ক্রিকেট ভক্তরা। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কারণেই ভারত বা পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব হয়ে ওঠে না। আর তাই বহুল কাঙ্ক্ষিত এই লড়াই দেখার অপেক্ষার প্রহর গুনতে হয় সমর্থকদের।

দুই দলের দ্বৈরথ নিয়ে গত বছরের শেষ দিকে একটা গুঞ্জন শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, দীর্ঘ এক দশক পর ক্রিকেটের ২২ গজে ফের ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের আনন্দ উপভোগ করতে পারবেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

মূলত সাবেক পাক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এরপরই খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি দুই দলের বোর্ডের হাতে নেই। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে দুই দেশের নীতিনির্ধারকদের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *