মাতৃভূমি

ভারত থেকে ট্রেনে আসা পার্সেল-ভ্যানের প্রথম চালান বেনাপোল বন্দরে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ভারত থেকে ট্রেনে আসা পার্সেল ভ্যানের প্রথম ২টি চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। আজ বুধবার পণ্য চালানটি খালাস নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে ২ আমদানিকারকের ৪৫০ মেট্রিক টন সিমেন্ট মর্টারের ২ চালান কলকাতা থেকে ছেড়ে আসে। এরপর রাতে সেগুলো বেনাপোল বন্দরে খালাস করা হয়।

দ্রুত ও কম খরচে পণ্য আমদানি করা যায় বিধায় সড়কপথের পরিবর্তে রেলপথে পণ্য আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক ছাড়াও এ পথে আরও ২টি পার্সেল ভ্যান ভারত-বাংলাদেশের মধ্যে রেলে পণ্য পরিবহন করছে।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিকের ইন্দো-বাংলা ট্রেড ম্যানেজার অনুস্কর বলেন, ‘আমরা বাংলাদেশে প্রথম ট্রেনে আমদানি পণ্য পরিবহন করছি। রেলে ২০ কেজি থেকে শুরু করে নানা পরিমাণ পণ্য পরিবহন করছি। পরিবহন খরচও অনেক কম পড়ছে।’

তিনি জানান, বেনাপোল বন্দরে জায়গা সংকটের কারণে তারা সপ্তাহে ১ দিন কলকাতা থেকে ট্রেনে পণ্য নিয়ে আসবেন। বন্দরে পণ্য রাখার জায়গা বাড়লে সপ্তাহে ৭ দিনই তারা পণ্য পরিবহন করবেন।

ইনল্যান্ড ওয়ার্ল্ড লজেসটিক পার্সেল ভ্যানের সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, ‘রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন করে পার্সেল ভ্যান যুক্ত হওয়ায় দ্রুত ও কম খরচে রেলপথে পণ্য আমদানি করা যাচ্ছে। বন্দরে ধারণ ক্ষমতা বাড়ালে পার্সেল ভ্যানে আমদানি দ্রুত বাড়বে।’

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে একটি পণ্য চালান আমদানি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। বেনাপোলের ওপারে বনগাঁ কালিতলা পার্কিংয়ে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে আমদানি বাণিজ্য।’

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘কলকাতা থেকে পণ্যবোঝাই ট্রাক কালিতলা পার্কিংয়ে জায়গা পেতে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিদিন ট্রাক-প্রতি ২ হাজার টাকা করে ক্ষতি গুণতে হয়। ফলে সময়মতো পণ্য আমদানি করতে না পারলে দেশের শিল্প-কলকারখানাসহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যাহত হয়।’

তিনি আরও বলেন, ‘রেলে পণ্য আমদানি করলে ১ দিনে কলকাতা থেকে পার্সেল ভ্যান বেনাপোল বন্দরে পৌঁছে যায়।’

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘রেলের পার্সেল ভ্যানে ব্যবসায়ীরা দ্রুত ও কম খরচে পণ্য আমদানি করতে পারবেন। আমদানি বাণিজ্যে গতি আসবে। দিনের রাজস্ব দিনে আদায় করা যাবে।’

বর্তমানে বন্দরে জায়গা স্বল্পতার কারণে প্রতিদিন রেলের পার্সেল ভ্যান আসতে পারছে না বলে জানান তিনি।

আরো পড়ুন:

আগারগাঁও ছাড়া অন্য অফিসে আবেদন করলে আগে পাসপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *