ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে আনা বন্য ও পোষা প্রাণীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকার ওপর নির্দেশনা জারি করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যেক রাজ্যের রাজস্ব বিভাগকে ইতোমধ্যে এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কুকুর, বিড়াল, চিতাবাঘ ও বনবিড়ালের মত প্রাণীদের ভারতে আনার আগে রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে করোনা নেগেটিভ রিপোর্ট চেয়ে নিতে হবে। এটি বিমানবন্দরে প্রবেশের আগেই দেখাতে হবে।
গত সপ্তাহে জারি করা এই নির্দেশনায় জানানো হয়, যতদিন পর্যন্ত ভারত ভাইরাসের সঙ্গে যুদ্ধ করবে ততদিন পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
এতে বলা হয়েছে, ‘আঞ্চলিক ও অ্যানিমেল কোয়ারেন্টাইন সার্টিফিকেশন সার্ভিসের কর্মকর্তারা বিদেশ থেকে আনা জীবজন্তুর করোনা নেগেটিভ রিপোর্ট নিজ দায়িত্বে রপ্তানিকারকদের কাছ থেকে অগ্রিম চেয়ে নিবেন এবং পরীক্ষা করবেন। কোনো অবস্থাতেই রিপোর্ট তিন দিনের বেশি পুরোনো হওয়া যাবে না।’