আন্তর্জাতিক

ভারতে পাহাড় থেকে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে ৯ পর্যটক নিহত

ভারতের হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড় থেকে শিলাখণ্ড ধসে পড়েছে। এতে অন্তত ৯ পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রবিবার স্যাঙ্গলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ এ ভূমিধসে এ ঘটনা ঘটে। স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত করলে অন্তত ৯ পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হন।

ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে এসে একটি সেতুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেতুটির একটি অংশ নদীতে ভেঙে পড়ে।

স্থানীয় পুলিশ সুপার সাজু রাম রানা জানান, হতাহতদের সবাই পর্যটক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে।

সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *