প্রচ্ছদ

ভারতে কমেছে পেট্রোল-ডিজেলের দাম

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে ভারতে সরকার। কেন্দ্রীয় সরকারের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরেই দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রোলের দামও কিছুটা ভিন্ন।

এর আগে বুধবার (৩ নভেম্বর) রাজধানী নয়াদিল্লিতে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে এবং ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে মুম্বাইয়ে পেট্রোল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।

কিন্তু বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দাম কমে দিল্লিতে পেট্রোল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৪ রুপি দরে এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।

আরো পড়ুন:

এবার আফগানিস্তানে বিদেশি মুদ্রা পুরোপুরি নিষিদ্ধ করল তালেবান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *