শৈশব-কৈশোর

ভারতেশ্বরী হোমসের ৮ম শ্রেণীর ছাত্রী হৈমন্তী পাল রাত্রীর মনোমুগ্ধকর নৃত্য

বিনোদন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমসের ৮ম শ্রেণীর ছাত্রী হৈমন্তী পাল রাত্রী পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাতেও বেশ মনোযোগী। সঙ্গীত ও নৃত্যে ঝোঁক রয়েছে তার। ২০১৯ সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত দেশাত্মবোধক গানে স্কুল পর্যায়ে গ্রুপ পারফরমেন্সে তৃতীয় হয়েছিল। তার বাবা দুলাল পাল ও মা রিতা পাল।

আরও পড়ুন: মনোমুগ্ধকর নাচ পরিবেশন করলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বিজয়া মন্ডল

হৈমন্তীর এই নৃত্য বিনোদন দেবে ধূমকেতুডটকম-এর পাঠকদের।

https://youtube.com/watch?v=JuECxy-yg1c

ঘোষণা ::

ছোট্ট বন্ধুরা, তোমরা যারা নাচ করো, গান করো, আবৃত্তি করো, আরো অনেক রকমের মজাদার পারফরমেন্স আছে- সেগুলো করো, তোমরা সেসব ভিডিও পাঠিয়ে দাও। আমরা প্রচার করবো। সাথে দিতে হবে নাম, তুমি কোন স্কুলে পড়ো, শ্রেণী, বাবা-মা’র নাম- এসব তথ্য। সঙ্গে লাগবে একটি স্টিল ছবি। গান হলে ভিডিও রেকর্ড করার সময় সাউন্ড যেন ভালো থাকে সেদিকে নজর রাখবে। আর এসব বিষয়ে অভিভাবকের সহযোগিতা তো অবশ্যই নেবে।

ভিডিও ও তথ্য পাঠানোর ঠিকানা:

Email: daily dhumketu365@gmail.com

Facebook Page:https://www.facebook.com/Sukhaborcom-2146298322131368

SUKHABOR TV:https://www.youtube.com/channel/UCx4TmLqFTPkKVq-erC_Gj1g/videos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *