আন্তর্জাতিকজাতীয়

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়: তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে।

বাংলাদেশে তার প্রথম সফরে বুধবার সকাল ১১টার দিকে এয়ার ইন্ডিয়া ওয়ান ফ্লাইটে ঢাকায় পৌঁছান কোবিন্দ। তার সঙ্গে মেয়ে স্বাতী কোবিন্দও রয়েছেন।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। ফুল দিয়ে বরণ করলেও করোনাভাইরাসে মহামারীর কারণে করমর্দন করেননি দুই রাষ্ট্রপ্রধান।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড পরিদর্শন শেষে ভারতের রাষ্ট্রপতিকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিমানবন্দর এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। টার্মিনালের উপরে এবং সামনে বাংলাদেশ ও ভারতের বিপুল সংখ্যক পতাকা রয়েছে।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঢাকায়

ভিভিআইপি টার্মিনালের দু’পাশে দুই রাষ্ট্রপ্রধানের দুটি বড় ছবি স্থাপন করা হয়েছে এবং টার্মিনালের উপরে বড় করে লেখা ‘স্বাগতম হে মহামান্য অতিথি’। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে যান রাম নাথ কোবিন্দ।

জাতীয় স্মৃতিসৌধে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, ঢাকার জেলা প্রশাসক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও ঢাকা জেলা পুলিশ সুপার।

ভারতের রাষ্ট্রপতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি অশোক গাছের চারা রোপণ করেন। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি।

জাদুঘর পরিবদর্শনের পর সোনারগাঁও হোটেলে যাবেন কোবিন্দ। সফরে এখানেই থাকছেন তিনি। বিকালে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে রাষ্ট্রপতি কোবিন্দের।

ভারতের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ্ববিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *