ভারতের অধিনায়ক হলেন কে এল রাহুল
এবার ভিরাট কোহলির পর ভারতের অধিনায়ক হলেন কে এল রাহুল।
এখনো উত্তাপ কমেনি ভারতীয় ক্রিকেটাঙ্গনে। টি-টোয়েন্টির পর বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে।
এদিকে বুধবার (১৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। তবে চোটে জর্জরিত ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এখনো ফিট নন। আর তাই তার বিকল্প হিসেবে অধিনায়কত্বের আর্মব্যান্ড কে সামলাবেন তা নিয়ে এতদিন জল্পনা ছিল। অবশেষে রোহিতের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল।
এর আগে টেস্ট সিরিজেও কোহলি ইনজুরিতে পড়ায় তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রাহুল। সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে তর্ক-বিতর্ক চললেও রাহুলকে অধিনায়ক করার পেছনের রোহিতের ইনজুরিই প্রধান কারণ।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। সাদা বলের ক্রিকেটের অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে।