প্রচ্ছদ

ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ বাংলাদেশে এলো অক্সিজেন

নিজস্বপ্রতিবেদক, ধূমকেতুডটকম: ভারত রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসযোগে বাংলাদেশে অক্সিজেন এসেছে। এই প্রথমবারের মতো ভারতের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এলো। শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।

ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল থেকে চালু হয়েছে। বিশেষ এই ট্রেন সার্ভিস ভারতে ৪৮০টি অপরেশন পরিচালনা করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও  এই প্রথম অক্সিজেন সার্ভিস দিল। শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে পৌঁছে। 

উল্লেখ্য, এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়। বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *