ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: লিডসের হেডিংলে স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। এর আগে, লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হেরে যায় ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা।
তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং নেওয়ার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। এরপর টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড় চমক।
তৃতীয় টেস্টের প্রথম দিনই হয় ভারতের ব্যাটিংয়ে ভরাডুবি হয়। ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে প্রথম ইনিংসেই জো রুট, ডেভিড মালান, ররি বার্নস, হাসিব হামিদ নিজেদের উজাড় করে দেন। ৪৩২ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। গতকাল শনিবার (২৮ আগস্ট) তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে ২৭৮ রানে অলআউট হল টিম ইন্ডিয়া।
তবে ভারতের প্রাপ্তি চেতেশ্বর পূজারার রান পাওয়া (৯১)।তৃতীয় টেস্টের তৃতীয় দিন দুর্দান্ত ফর্মে দেখা যায় পূজারাকে। শতরানের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে চতুর্থ দিনের শুরুতেই ওলি রবিনসনকে উইকেট দিয়ে ফেরেন পূজারা। এরপর পরপর কোহলি-রাহানে-পন্থদের ফিরিয়ে সিরিজে সমতা ফেরানো নিশ্চিত করে ফেলেন রুটরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭৮
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩২
ভারত ২য় ইনিংস: ৯৯.৩ ওভারে ২৭৮ (পুজারা ৯১, কোহলি ৫৫, রাহানে ১০, পান্ত ১, জাদেজা ৩০, শামি ৬, ইশান্ত ২, বুমরাহ ১*, সিরাজ ০; অ্যান্ডারসন ২৬-১১-৬৩-১, রবিনসন ২৬-৬-৬৫-৫, ওভারটন ১৮.৩-৬-৪৭-২, কারান ৯-১-৪০-০, মইন ১৪-১-৪০-১, রুট ৬-১-১৫-০)
ফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: অলিভার রবিনসন।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ১-১ সমতায়।