বিনোদন

ব্ল্যাকএর শিশুশিল্পী এখন পূর্ণযৌবনা

সেই মিশেল। যে কানে শুনত না, চোখে দেখত না। আর অসম্ভব জেদি। ৬ বছরের সেই ছোট্ট মেয়ের শিক্ষক ছিল দেবরাজ, যার ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ছবিতে মিশেলের বয়স বাড়লে সেই চরিত্রে আসেন রানি মুখোপাধ্যায়। এ পর্যন্ত শুনলেই বোঝা যাবে, ‘ব্ল্যাক’ ছবির কথা হচ্ছে। ২০০৫ সাল। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী বলিউডকে উপহার দিয়েছিলেন এই ছবি। কিন্তু অবধারিত প্রশ্ন জেগেছিল দর্শকের মনে, ছোটবেলার একরোখা, এলোমেলো মিশেলকে ফুটিয়েছিল যে শিশুশিল্পী সে কোথায়? এখন কী করছে?

তাঁর নাম আয়েশা কপূর। এখন বয়স ২৮ বছর। আবার ফিরছেন পর্দায়। ‘হরি ওম’ ছবিতে অংশুমান ঝা-এর বিপরীতে দেখা যাবে তাঁকে। নিউ ইয়র্কের কলোম্বিয়াতে পড়াশোনা করতে গিয়েছিলেন আয়েশা। তার পর ছবির জন্য গত প্রায় ৬ মাস ধরে তালিম নিচ্ছেন। কুলবিন্দর বকশিশ, যিনি আমির খানকে ‘লাল সিংহ চড্ডা’-র জন্য পঞ্জাবি ভাষা শিখিয়েছিলেন, তিনিই হিন্দির উচ্চারণ শিখিয়ে দিচ্ছেন আয়েশাকে। ‘হরি ওম’-এ মূল চরিত্রে তিনি, ভাষার দক্ষতা সেখানে জরুরি বলেই মনে করছেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *