ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: চীনে স্বর্ণের প্রলেপযুক্ত ব্রোঞ্জের প্রাচীনতম বৌদ্ধমূর্তি পাওয়া গেছে। উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশে হান রাজবংশের সময়কালের প্রাচীন সমাধি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে।
কেঁচো খুঁড়তে মাঝে মাঝে যেমন সাপ বের হয়, ঠিক তেমনি মাটি খুঁড়তে গিয়ে এবার দেখা মিলল স্বর্ণের প্রলেপে ঢাকা প্রাচীন এক মূর্তির। জিয়ানয়াং শহরের চেংরেন গ্রামে এ বছরের মে মাসে হান রাজবংশের ছয় সমাধিবিশিষ্ট পারিবারিক কবরস্থান খোঁড়া হয়। একটি সমাধিতে দুটি মিশ্র ধাতুর বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। একটি হলো ১০ দশমিক ৫ সেন্টিমিটার উচ্চতার শাক্যমুনির মূর্তি, অপরটি পাঁচ বুদ্ধের অবয়ব সংবলিত ১৫ দশমিক ৮ সেন্টিমিটার উচ্চতার একটি বৌদ্ধমূর্তি।
সিনিয়র প্রত্নতত্ত্ব গবেষক চীনা একাডেমি অব সোশ্যাল সায়েন্স লিউ কিংঝু বলেন, অনুসন্ধানে দেখা গেছে খ্রিস্টপূর্ব ২০৬ থেকে শুরু করে খ্রিস্টাব্দ ২২০ এর মাঝে যখন হান রাজবংশের উৎপত্তি হচ্ছিল, তখনই প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধধর্ম দক্ষিণ এশিয়া থেকে চীনে ছড়িয়ে পড়েছিল।
শানসি একাডেমি অব আর্কিওলজির গবেষক লি মিং বলেন, ধারণা করা হচ্ছে, এই স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রোঞ্জের মূর্তি দুটি হান রাজবংশের সম্পদ। চীনে আবিষ্কৃত প্রাচীনতম এবং সঙ্কর ধাতুর বৌদ্ধমূর্তি এগুলো। এই নতুন সংযোজনের ফলে সমৃদ্ধ হবে চীনের দুই শতাব্দীর বৌদ্ধ মূর্তির সংগ্রহশালা।
প্রত্নতাত্ত্বিকদের মতে, মূর্তি দুটি তামা, টিন ও সিসার মিশ্রণে তৈরি। চীনে কীভাবে বৌদ্ধ সংস্কৃতি প্রবর্তিত হলো এবং তা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ল তা জানতে বর্তমান তথ্যগুলো সহায়ক হবে।
আরো পড়ুন: