খেলাধুলা

ব্রাজিলের ম্যাচসহ বিশ্বকাপ বাছাইয়ে খেলার দল ঘোষণা আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আগামী মাসে এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার মধ্যে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়াইও। লিওনেল মেসিদের বাকি দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা আর বলিভিয়া।

বিশ্বকাপ বাছাইয়ের এই তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন পাওলো দিবালা, জেরোনিমো রুলি, হুয়ান ফয়েথ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। তবে চোটের কারণে নেই মাওরো ইকার্দি, লুকাস আলারিও।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে ৩ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর আলবিসেলেস্তেদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ১০ সেপ্টেম্বর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা দল

এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিল, নাহুয়েল মলিনা লুসেরো, জার্মেই পেজ্জেলা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস একোনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি লো সেলসো, অ্যানজেল ডি মারিয়া, অ্যানজেল কোরেয়া, আলেজান্দ্রো গোমেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া, এমিলিয়ানো বোয়েন্দিয়া, লতারো মার্টিনেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *