খেলাধুলা

ব্যাটিং দানব গেইলের যে রেকর্ডের ধারেকাছেও কেউ নেই

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল মানেই যেন রেকর্ড। বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত এই ব্যাটিং দানব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যে রেকর্ড গড়েছেন তার ধারেকাছেও নেই কেউ।

সোমবার (১২ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন গেইল। আইপিএলে গেইলের ছক্কার সংখ্যা বর্তমানে ৩৫১টি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে এ কীর্তি গড়লেন। এই কীর্তি গড়তে কিংস ইলেভেন পাঞ্জাবের এই বামহাতি ব্যাটসম্যান ১৩৩ ইনিংস খেলেন।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ওই ম্যাচে ২৯ বলে ৪০ রানের ইনিংস উপহার দেন তিনি। গেইল ২টি ছক্কা ও ৪টি চারে সাজান তার ইনিংসটি।

গেইলের পরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি ১৭৭ ম্যাচে ২৩৭টি ছক্কা হাঁকান। মাহেন্দ্র সিং ধোনি ২১৬টি, রোহিত শর্মা ২১৪টি ও বিরাট কোহলি ২০১টি ছক্কা নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *