নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ব্যাংকে লেনদেনের সময় আরো ৩০ মিনিট বাড়ানো হয়েছে। রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, “করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ২:৩০টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর লেনদেন-পরবর্তী আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
আরও পড়ুন: আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ‘নগদ’-এর অবদানকে বড় করে দেখলেন ড. দেবপ্রিয়
এদিকে ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানিয়েছে, “পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।” এতদিন পুঁজিবাজার খোলা ছিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।