ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে গোপনীয়তা ফাঁসের অভিযোগের মামলায় জয় হয়েছে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের। বৃহস্পতিবার ডাচেচ অব সাসেক্স এ মামলায় জয় পান।
মেগানের বাবাকে লেখা একটি চিঠি সংবাদপত্রে প্রকাশ করা নিয়ে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ মামলা চলছিল। খবর হাফপোস্টের
এ মামলায় গত ফেব্রুয়ারিতে হাইকোর্টের দেওয়া এক রায় বহাল রাখেন আপিল বিভাগ।
সেই রায়ে বলা হয়েছিল, ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পরে বাবা থমাস মার্কেলকে লেখা মেগান মার্কেলের চিঠি প্রকাশ করার ঘটনা বেআইনি এবং তার গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন।
সংবাদমাধ্যম দ্য মেইল অন সানডে এবং মেইল অনলাইনের প্রকাশক এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল বিভাগে আবেদন করেন। গত মাসে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার জেষ্ঠ্য বিচারক জিওফ্রে ভস বলেন, চিঠিটি নিয়ে ডাচেচ অব সাসেক্সের গোপনীয়তার প্রত্যাশা যুক্তিযুক্ত। কারণ চিঠির বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। এতে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ছিল না।
রায়ের পর ৪০ বছর বয়সী মেগান এক বিবৃতিতে বলেন, এ জয় শুধু আমার একার নয়, তাদেরও জয়, যারা সঠিক কোনো বিষয়ের পক্ষে দাঁড়াতে একবার হলেও ভয় পেয়েছেন।
মার্কিন টিভি তারকা মেগান মার্কেল ২০১৮ সালে উইন্ডসর দূর্গে রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি হ্যারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ২০২০ সালে মেগান ও হ্যারি ঘোষণা দেন, তারা রাজকীয় দায়িত্ব ছেড়ে উত্তর আমেরিকায় থাকবেন। এরপর থেকে তারা ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় দুই সন্তানসহ বাস করছেন।
আরো পড়ুন:
সম্পন্ন হল ভিকি-ক্যাটরিনা বিয়ে