গত কিছুদিন ধরে কেইন উইলিয়ামসনের অধিনায়কত্ব নিয়ে কানাঘুষা চললেও বিশ্বকাপে তাঁর ওপরই ভরসা রেখেছে নিউজিল্যান্ড। এ নিয়ে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন উইলিয়ামসন। চোটের কারণে শেষ কয়েকটি সিরিজ খেলতে না পারলেও চোট কাটিয়ে উঠে দলে জায়গা পেয়েছেন পেসার অ্যাডাম মিলনে।
চোট-জর্জরিত ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৩১ ম্যাচ, ২৬.৬৮ গড়ে নিয়েছেন ৩২ উইকেট। গত বিশ্বকাপে লকি ফার্গুসনের বদলি হিসেবে খেলেছিলেন মিলনে। এবার অবশ্য ফার্গুসন ও মিলনে এই দুই পেসারই দলে আছেন। তবে চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি কাইল জেমিসনের।