খেলাধুলা

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন (লাইভ)

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাঁটুর চোটে পড়া পেসার এবাদত হোসেন একাদশে নেই। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

অন্যদিকে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আফগানিস্তান তাদের তারকা লেগ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে। এর আগে ঢাকায় একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হচ্ছে আজ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

টস জিতেছে আফগানিস্তান, বোলিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছেন আগগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে বোলিং করবে টাইগাররা। ১৭ মাস আগে চট্টগ্রামেই বাংলাদেশ একই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছিল। এবার নিজেরা হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সমূহ সম্ভাবনাও আছে। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ

সর্বশেষ ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ৯ বছর পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়েছে টাইগাররা। তবে এবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে ধবলধোলাই এড়াতে চায় লিটন দাসের দল। চট্টগ্রামে আজ তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেলছে সে মঞ্চে দাঁড়িয়েই। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *