তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

বৈদ্যুতিক গাড়ির জন্য যুক্তরাষ্ট্রে ব্যাটারি কারখানা গড়ে তুলছে টয়োটা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: গড়ে ওঠা ব্যাটারি কারখানায় টয়োটা ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। টয়োটার দেওয়া তথ্যমতে, কারখানাটিতে ১ হাজার ৭৫০ জন কর্মী কাজ করবে। কারখানাটি ২০২৫ সাল নাগাদ চালু হবে বলে জানিয়েছে টয়োটা।

টয়োটা তাদের এই প্রকল্পকে মেগাসাইট উল্লেখ করে জানায়, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে টয়োটা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ১ কোটিতে নিয়ে পৌঁছাবে।

এ ব্যাপারে উত্তর আমেরিকার টয়োটা মটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টেড ওগোয়া বলেন, ভবিষ্যত নির্ভর করছে বৈদ্যুতিক প্রযুক্তির উপরে। টয়োটার তৈরি এই প্রযুক্তিগত কারখানাটি ভবিষ্যতের জন্য একটি দিকপাল হয়ে দাঁড়াবে।

তবে করোনাপরবর্তী সময়ে, ব্যবসায়িক ক্ষেত্রে সরবারহ চেইনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সেমিকন্ডাকটরের অভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

টয়োটা জানায়, তাদের তৈরি কারখানাটি হবে চার লেনের একটি মেগাসাইট। কারখানাটিতে মূলত লিথিয়াম ব্যাটারি উৎপন্ন করা হবে, যা থেকে ২ লাখ গাড়ি চার্জ দেওয়া সম্ভব হবে। বছরে মেগাসাইটটি হতে প্রায় ১২ লাখ গাড়ির পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে টয়োটা।

যদিও এখনই টয়োটা পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে না। টয়োটার প্রতিযোগী প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং ভক্সওয়াগন বৈদ্যুতিক গাড়িকে বেছে নিলেও টয়োটা মিশ্র উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা যায়।

আরো পড়ুন:

অ্যান্টার্কটিকার রানওয়েতে সফলভাবে অবতরণ করলো বিমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *