দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালেবানসহ একাধিক বিষয়ে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। এহেন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও জিনপিং।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রোমে হতে চলা জি-২০ দেশগুলোর বৈঠকে আসছেন না চীনা প্রেসিডেন্ট। ফলে সেখানে তার সঙ্গে বাইডেনের বৈঠক হওয়া সম্ভব নয়। তাই ভার্চুয়ালি দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) বলেছেন, অনেকদিন শি জিনপিংয়ের সঙ্গে তার দেখা হয়নি। ফলে সাক্ষাৎ হলে তার ভাল লাগবে। আমরা আশা করতেই পারি ভার্চুয়ালি হলেও একে অপরের সঙ্গে দেখা করবেন।’
গত সেপ্টেম্বরে শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের মধ্যে চলা প্রতিযোগিতা যেন সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে আলোচনা করেন দুই প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *