বেনাপোলে ওমিক্রন রোধে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনার নতুন ধরন ওমিক্রন রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে।

ভারত ফেরত যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পাশপাশি পণ্য নিয়ে আসা ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এদিকে বিজনেস ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যাতায়াত স্বাভাবিক হয়েছে।

পাশ্ববর্তী দেশ ভারতে এ পর্যন্ত ৩৭ জন ওমিক্রন আক্রান্তের খবরে নড়েচড়ে বসেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। চলমান পরিস্থিতিতে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি, রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় বন্দর সংশ্লিষ্টরা।

এদিকে মাত্র তিনদিন আগে সুরক্ষাজনিত কারণে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বিজনেস ভিসায় যাতায়াত বন্ধ করলেও আবারও নিষেধাজ্ঞা শিথিলে যাতায়াত স্বাভাবিক হয়েছে।

বর্তমানে ভারত থেকে করোনা উপসর্গ নিয়ে ফিরলে তাকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পর করোনা নেগেটিভ হলে ঘরে ফেরার অনুমতি মিলছে। দেশটি থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে জানালেন বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে বিজনেস, মেডিকেল ও শিক্ষা ভিসায় দুই দেশের মধ্যে প্রতিদিন দেড় থেকে দুই হাজার যাত্রী যাতায়াত করে। আর আমদানি-রপ্তানিতে ৬০০ ট্রাক আসা যাওয়া করে। তবে গত বছরের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত।

আরো পড়ুন:

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *