আন্তর্জাতিক

বৃষ্টির আশায় মেয়েদের নগ্ন করে ঘোরানো হলো গ্রামে

খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণে প্রয়োজন বৃষ্টি। আর তাই অল্পবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হলো গ্রামজুড়ে। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামোর জেলার বানিয়া গ্রামে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমগুলো বলছে, বৃষ্টির আশায় ভারতের মধ্যপ্রদেশের দামোর জেলার বানিয়া গ্রামে কমপক্ষে ছয় জন কিশোরীকে নগ্ন করে পুরো এলাকা ঘুরিয়েছেন গ্রামবাসী। তাদের বিশ্বাস, কিশোরীদের নগ্ন করে ঘোরানোর কারণে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন এবং ওই এলাকায় বৃষ্টি দেবেন।
এদিকে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতোমধ্যে দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।
দামোর জেলার পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসেবে কয়েকজন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার।
তিনি বলেছেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বয়সে বড়রা গান গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতে সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা। ফলে হবে বৃষ্টি।
অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে গান গাইছেন এক দল নারী।
দামোরের জেলা প্রশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই মেয়েদের বাড়ির লোকও এই ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *