স্বাস্থ্য

বুস্টার ডোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনার (কোভিড-১৯) টিকার বুস্টার ডোজ নিতে নতুন করে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‌‘সুরক্ষা অ্যাপের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে বুস্টার ডোজের জন্য এসএমএস চলে যাবে। বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

কার্ড দেখালেই ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা বুস্টার ডোজ পাবেন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *