নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভ্যাকসিন নিবন্ধনের প্লাটফর্ম ‘সুরক্ষা’ য় বুস্টার ডোজ-সংক্রান্ত তথ্য ২৮ ডিসেম্বরের আগে প্রস্তুত হচ্ছে না।
আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তবে সুরক্ষা প্লাটফর্মে আপডেট তথ্য না এলেও দেশে বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
ভ্যাকসিন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, আগের মতোই নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যরা সেখানে ভ্যাকসিন পাবেন।
তিনি বলেন, ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। ৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে। জানুয়ারিতে লাগবে ৪৩ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন।
আজ আনুষ্ঠানিকভাবে বুস্টারডোজ কার্যক্রম শুরু করা হয়। প্রথমদিনেই বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদসহ অনেকে।
আরো পড়ুন: