বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: এগিয়ে এসেছে ছবি মুক্তির তারিখ ৷ আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’। মুক্তি উপলক্ষে প্রচার প্রচারণার কমতি রাখা হচ্ছে না।
ভারতের বাইরে বিদেশেও প্রচার তুঙ্গে ছবিটির ৷ এর ধারাবাহিকতায় জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানে দর্শকদের প্রংশসা কুড়িয়েছে ৮৩।
জেদ্দায় প্রিমিয়ারের পরই ৮৩ টিম চলে যায় দুবাইয়ে। সেখানে হাজির হয়ে চমকে গিয়েছেন রণবীর-দীপিকা। কেননা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় দেখানো হয়েছে তাদের অভিনীত ‘৮৩’র ট্রেলার।
বুর্জ খলিফায় ছবিটির ট্রেলার দেখানোর সময় রণবীর তার দীপিকার হাত ধরে রেখেছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক কবির খান, তার স্ত্রী মিনি মাথুর এবং যার জীবনী নিয়ে এই ছবি সেই ক্রিকেট কিংবদন্তি কপিল দেব।
প্রসঙ্গত এর আগে বুর্জ খলিফায় একাধিকবার শাহরুখ খানের মুখ ভেসে ওঠেছে। কখনও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে আবার কখনও কিং খানের কোনও সিনেমার প্রমোশনের সময়। এবার সেই একই সম্মান পেলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
আরো পড়ুন: