স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল সেরাম ইন্সটিটিউটের কোভোভ্যাক্স

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: করোনার নবম ভ্যাকসিন হিসেবে ভারতের সেরাম ইন্সটিটিউটের কোভোভ্যাক্সকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় শুক্রবার টিকার অনুমোদন দেয় সংস্থাটি।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বে দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণে এটি সাহায্য করবে। অন্যদিকে, করোনার টিকার বৈষম্য কাটাতে সমন্বিত পদক্ষেপের প্রতি গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। নতুন টিকা অনুমোমনের প্রক্রিয়া সময়সাপেক্ষ ও জটিল হওয়ায় করোনার জন্য এ পর্যন্ত ৮টি ভ্যাকসিন অনুমোদন দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ৯ম টিকার অনুমোদন দিলো বৈশ্বিক এই সংস্থাটি।

স্থানীয় সময় শুক্রবার ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভোভ্যাক্স নামের ভ্যাকসিনটির অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণে নতুন অনুমোদন দেয়া টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানায় সংস্থাটি।

শীঘ্রই এটিকে ভ্যাকসিন শেয়ারিং সিস্টেম কোভ্যাক্সের আওতায় এনে চাহিদা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, করোনার নতুন ধরন ওমিক্রনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জি সেভেন-এর নেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের নেতারা আরও বলেন, করোনার সংক্রমণ বাড়ায় তারা উদ্বিগ্ন।

অন্যদিকে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে সমন্বয়হীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানান সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস। এছাড়া ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যের কথাও বলেন তিনি।

আরো পড়ুন:

ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *