ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাকসিন। এই কোভ্যাকসিন টিকা তৈরি করেছে হায়দরাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেক।
বুধবার (৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার ডব্লিউএইচও ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে। ডব্লিউএইচও অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে। এছাড়া যারা ভারতীয় এ টিকা নিয়েছেন বা নেবেন তারা বিদেশ সফরে গেলে এখন থেকে কোয়ারেন্টিনের আওতায় পড়বেন না।
ডব্লিউএইচওর টুইটে বলা হয়, এ টিকার ঝুঁকি যত, তার চেয়ে সুবিধা অনেক বেশি।
এদিকে ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা ইলা বলেছেন, এ টিকা ২শ শতাংশ নিরাপদ।
আরো পড়ুন: