নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: এ বছর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য ও গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা রাখা নারীদের মাঝ থেকে শীর্ষ ১০০ জনকে বেছে তালিকা প্রকাশ করে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। সোমবার (৬ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। ২০২০ সালে ফোর্বসের এ তালিকায় ৩৯তম স্থানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ফোর্বস সাময়িকী বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন শেখ হাসিনা ওয়াজেদ। টানা তৃতীয় মেয়াদসহ মোট চতুর্থ মেয়াদে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন তিনি।
তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী ও সমাজসেবক ও লেখক ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ।
আরো পড়ুন:
‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করলেন প্রধানমন্ত্রী