আন্তর্জাতিক

বিশ্বে প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত

প্রতীকী ছবিযুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে, যা বিশ্বে এই প্রথম। শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অবশ্য এর আগেও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই।
বিভাগটির মুখপাত্র রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে জানায়, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হলো সে বিষয়টি আমরা এখনো জানি না। এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজিজাতীয় প্রাণীর করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।
বিভাগটির তথ্য অনুযায়ী এর আগে বিশ্বে যেসব প্রাণীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *