প্রচ্ছদ

বিশ্বে করোনা থেকে সুস্থ ১৮ কোটি ৩৮ লাখের বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ছড়িয়েছে পুরো বিশ্বে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ২৬ হাজার ৮শ ৭৭ জনের। আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৮শ ১০ জন। তবে ইতোমধ্যে ১৮ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ১শ ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ বুধবার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করায় এরপর করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা মহামারি ঠেকাতে সারা বিশ্বে শুরু হয় টিকা উৎপাদনের তোড়জোড়। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে টিকাদান কর্মসূচি। কিন্তু করোনা বারবার ধরন বদলাচ্ছে। টিকা নেয়ার পর আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। আর সেকারণে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *