আন্তর্জাতিকসর্বশেষস্বাস্থ্য

বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৭ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৭ কোটি

এবার বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৭ কোটি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২ হাজার ১১৭ জন। এ সময় মারা গেছেন আরও ৩ হাজার ৭৩৪ জন।

এর আগে শনিবার (১৯ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৫ হাজার ১৩১ জন মানুষের।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৯৩ হাজার ৭৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৩৫৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৯৮ হাজার ১৬২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৮৪৫ জনের।

আরও পড়ুন: ফাইজারের করোনার ওষুধ তৈরির অনুমোদন পেল বেক্সিমকো

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৭ হাজার ৮৪১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫১০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ২৬৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ১৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৮৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯০৩ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৫১১ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *