বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আবার বাড়ছে

দুদিন ধরে বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আবার বাড়ছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। অন্যদিকে মারা গেছেন ৩ হাজার ২২২ জন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) বিশ্বে প্রাণহানি ঘটে প্রায় ২ হাজার ৩০২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) আক্রান্ত হন ৩ লাখ ১৫ হাজার ৯০ জন। প্রাণহানি ঘটে ১ হাজরা ২৬৩ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩০৬ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৩২ হাজার ১৬১ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৫১৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫০৭ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৩৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৬৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৪৭০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ১০ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৬১৪ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *