আন্তর্জাতিকসর্বশেষ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৯ বছরে মৃত্যু হলো

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৯ বছরে মৃত্যু হলো

অবশেষে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৯ বছরে মৃত্যু হলো। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে সনদ পাওয়া জাপানি নারী কানে তানাকা ১১৯ বছর বয়সে মারা গেছেন। ১৯০৩ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ওই সময়টি ছিল বিশ্বশক্তি হিসেবে জাপানের উত্থানের সময়। আর যে বছরটিতে তিনি জন্মেছিলেন, সেই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন থিওডর রুজভেল্ট এবং যুক্তরাজ্যের রাজা ছিলেন সপ্তম এডওয়ার্ড।

ওই একই বছরে রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো বিমান উড়িয়েছিলেন এবং প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের মারি কুরি।

বিবিসি জানিয়েছে, তানাকা বিয়েও করেছিলেন শত বছর আগে। জন্ম দিয়েছিলেন চার সন্তানের। জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছিলেন জাপানের একটি কেয়ার হোমে।
সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *