প্রচ্ছদ

বিশ্বের সবচেয়ে মোটা গাছ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: গাছ কাটা ঠেকাতে অনেকসময় বৃক্ষকে ঘিরে দেওয়া হয় মানববেষ্টনী। মানে একজন আরেকজনের হাত ধরে প্রতীকী একটা বেড়া বানানো হয়। মেক্সিকোর সান্তা মারিয়া দেল তুলে শহরে গেলে পাওয়া যাবে একখানা দশাসই গাছ। গাছটার অফিসিয়াল নাম ‘এল আরবল দেল তুলে’ ওরফে ‘তুলের গাছ’। আর ওটাকে যদি কখনও মানববেষ্টনী দিতে হয়, তবে হাতে হাত রেখে ঘিরে দাঁড়াতে হবে অন্তত ৩০ জন মানুষকে!

বিশ্বের সবচেয়ে মোটা গাছ হিসেবে স্বীকৃত এই গাছের পরিধি এখন ৪২ মিটার। ‘এখন’ বলা হচ্ছে, কারণ দিনকে দিন গাছটা মোটা হচ্ছেই। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন দুটো বা তিনটে গাছ বুঝি একসঙ্গে মিশে এমনটা হয়েছে। কিন্তু ডিএনএ পরীক্ষায় দেখা গেলো এখানে একটাই গাছ। মন্টেজুমা সাইপ্রাস প্রজাতির এ গাছের বয়স কমসে কম দুই হাজার বছর।

তুলের গাছ-এর জন্য এলাকাটা হয়ে গেছে বিখ্যাত। এই একটি গাছের সুবাদেই পুরো এলাকা এখন বিশ্বখ্যাত পর্যটন স্পট। আর তাতেই বেশ আয়-রোজগার করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *