ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ১৮-ক্যারেট নিরেট সাদা সোনা, ৫১৩ ক্যারেটের হীরা, মুক্তো আর নীলকান্তমণি। কোনো রাজমুকুটের কথা হচ্ছে না। বলা হচ্ছে একটি দাবা সেটের কথা। যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও মূল্যবান দাবা সেট।
জানা যায়, এর মূল্য ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৪ কোটি ৩২ লাখ টাকার বেশি। দাবার সেট ও এর ঘুঁটিগুলো এতটাই সুন্দর যে, আপনি এর দিক থেকে চোখ ফেরাতে পারবেন না।
এই দাবার সেট তৈরি করেছেন অস্ট্রেলিয়ার শিল্পী কলিন বার্ন। এর নাম পার্ল রয়েল চেস।
বার্ন এই সেটটি তৈরির জন্য ১৮৪৯ সালের ক্লাসিক স্টাউনটন দাবা সেট থেকে অনুপ্রেরণা নিয়েছেন। যে ডিজাউনটি প্রায়ই প্রতিযোগিতায় ব্যবহৃত হতো।
তিনি তার ওয়েবসাইটে বলেন, একটি রাজকীয় মানসম্পন্ন ও সবচেয়ে সুন্দর দাবার একটি সেট তৈরি করতে চেয়েছিলাম আমি।
জানা যায়, ২০২১ সালে দুবাইতে অনুষ্ঠিত এফআইডিই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও চিত্তাকর্ষক এই দাবা সেটটি প্রথম জনসমক্ষে অবমুক্ত করা হয়।
আরো পড়ুন: